বাঙালি এগোলে, বাংলা এগোবে,
       জগৎ জানে যে তাই ;
ভাষায় দিয়েছে, স্বাধীনতায় দিয়েছে,
       দিয়েছে পরান আমার ভাই।


মধুর ভাষা বাংলা আমার,
                  তাই বিশ্বসেরা রবি;
বিদ্রোহী কবি নজরুল মোদের,
                স্বাধীনতার প্রতিচ্ছবি।


কবি জীবনানন্দ বাংলা দেখেছে,
               দেখেছে বাংলার রূপ;
মোদের পল্লী-কবি-জসিম-উদ্দিন,
               কবরে জ্বেলেছে ধুপ।


কবি মাইকেল মধু সৃষ্টির জাদু-
               দিয়েছে ছন্দ তালে;
বিদ্যাসাগর দিয়েছে মুক্তির স্বাদ,
               বিধবা মায়ের ভালে।


জগদীশ, সত্যেন্দ্রনাথ, চিত্তরঞ্জন, নেতাজি সুভাষ,
              দেখায়েছে পথ বিশ্বজনে;
সেই পথ ধরে এগিয়েই বাঙালিরা,
          পেয়েছে স্বাধীনতা আত্মদানে।


বাঙালির আত্মাহুতি রক্তদানে,
মাতৃভাষার গানে গানে,
                জেগেছে এই বিশ্ব আজ;
বাঙালিরাই শ্রেষ্ঠ জাতি এই জগতে,
নিত্যদিনের এই প্রভাতে,
   একদিন - গড়ে দেবে সাম্যের রাজ।


১৯ শে কার্তিক, ১৪২৬,
ইং ০৬/১১/২০১৯,
বুধবার, সকাল ১১:১৫। ৮৪৫, ২৪/১১/২০১৯।