ভাবে না সে ভাবে কত,
         জড়ায়ে ভাবনার জালে;
জীবনটা তাঁর চলে যেন,
         কত রাগ আর তালে।  


কখনও একতাল, কখনও ত্রিতাল,
          কখনও কল্যান রাগে;
কখনও ভৈরবী, কখনও আশাবরি,
         বিচিত্র ভাবনায় জাগে।


প্রভাতের পরে দুপুর আসে,
         সন্ধ্যায় যায় অস্তাচলে;
এই তো সেই জীবনের স্রোত,
    চলে- অজানা ভাবনার তালে।


১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ২৮/০৫/২০১৮,
সোমবার, সকাল ৭.২০ মিঃ। ৪৯৫ তাং ০৮/০৬/২০১৮।