তুলনা বিহীন মোরা তুলনা কোথায়?
প্রকৃতির কাছাকাছি আছি যে হেথায়।
জনারণ্যে যাইনি হারায়ে এই পাংশু ধরায়,
ধন্য আমি, ধন্য তুমি এই কঠিন জরায়।
চেতনার আলোর দিশা আসে বয়-বৃদ্ধকালে,
থাকেনা কিছুই করার আষ্টেপৃষ্ঠে বাঁধা পরি জালে।
ক্ষমতা যখন ছিল করি নাই কিছু,
মিথ্যা দম্ভে ঘুরিয়াছি মত্ত হস্তীর পিছু।
মানবতা মনুষ্যবোধ আজও আছে প্রাণে,
নিরালায় বৃক্ষ তলে বসে ভাবি তাহা মনে।
মনের চেতনা দিয়ে কিছু লিখে যেতে চাই,
ভবিষ্যতে যদি কভু ভালো কাজে লাগে তাই।


২৬ শে ভাদ্র,১৪২৬,
ইং ১৩/০৯/২০১৯,
শুক্রবার, রাত ১টা। ৭৭৮, ১৪/০৯/২০১৯।