ভাবি নাই আমি ভাবি নাই,
                   ভাবি নাই জীবনের কথা;
এসে শেষে এই বৃদ্ধ বয়সে,
                      সেই ভাবনাই দেয় ব্যথা।


ভাবতাম যদি সময় থাকতে,
                              কষ্ট হতো না আজ;
সময়ের ওই চেতন চিত্তই,
                       গড়ে দিত স্বপ্নের তাজ।


আলোর রশ্মি আঁধার সরায়ে,
          আনে প্রভাতের জ্যোতির্ময়ী রূপ;
ঘরে ঘরে শঙ্খ বাজে,
                         আর জলে সুগন্ধি ধূপ।


৮ই শ্রাবণ, ১৪২৬,
ইং ২৫/০৭/২০১৯,
বৃহস্পতিবার, সকাল ৬.৩৫। ৭৪১, তাং২৫/০৭/২০১৯।