ভাবনা দিয়ে বাঁধ তারে,
পরান দিয়ে কাজটা করে,
                 বুঝিয়ে দাও সমাজটাকে।


কবিকণ্ঠে উঠুক বেজে,
সাম্যের কথা নতুন সাজে,
                    বৈচিত্র এই জগৎ মাঝে।


ওই মনুষ্যত্ব আর মানবতা,
চেতনশীল চিত্তের সেই বারতা,
             জনে জনে হবে পৌঁছে দিতে।


সময়ের সাথে যুগের আহ্বানে,
ডাকছে তোমায়, সেই পরাণে,
               জাগো আকুল ব্যাকুল রবে।


যুগ উপযোগী সময় এসেছে,
প্রাণের আবহে সবাই ভাসিছে,
                    ঘুমিয়ে থেকো না আর।


তুমি না জাগিলে, তুমি না ভাবিলে,
কে ভাঙ্গবে ওই কঠিন পাঁচিলে?
                     আর কে নেবে দায়ভার?


সচেতন যারা শুধুই পারে তাঁরা,
কঠিন যুদ্ধে তারাই ভয় হারা,
                          খুলে দাও প্রানের দ্বার।


২৩ শেষ চৈত্র, ১৪২৬,
ইং ০৬/০৪/২০২০,
সোমবার সকাল ৭:৩০।৯৭০, ০৮/০৪/২০২০।