দেহের ভাবনা,
    মনের ভাবনা,
        প্রাণের ভাবনা,
           ভাবন জগৎ জুডে;
আমার ভাবনা,
    তোমার ভাবনা,
        এই সকল ভাবনা,
            মানুষেরাই করে।


আকাশ জোডা নীল আকাশে-
         উডতে কেমন লাগে?
খোলা মাঠের খোলা বাতাস,
          ডাকছে বারে বারে।


পাহাড় ঘিরে সবুজ ওরে,
           ঐ দাঁড়ায়ে দূরে;
যৌবনেরই দোলায় দোলে,
         প্রাণের দোলায় চড়ে।


নাইতো মানা, খোলা মনে,
          চলতে খোলা মাঠে;
আগুন ঝরা দিনের হাওয়া,
           বইছে ঘাটে বাটে।


শীতল হাওয়া আনরে বয়ে,
      যখন চাওয়া পাওয়ার
                   ক্ষুদ্র হাওয়া বয়;
মনের ভাবনা, প্রাণের ভাবনা,
  আত্মার ভবানা, সবার ভাবনা,
                   ভাবতে মানা নয়।


৮ই আষাড়, ১৪২৪,
ইং ২৩/০৬/২০১৭,
শুক্রবার, রাত ১টা।