বাঙালি ভাবো, আবার ভাবো,
নতুন করে ভাবনা নিয়ে
বাঙালির হবে এবার জাগতে;
বাঙালি ভুলেই গেছে ভাবতে।


ওই ন্যায় অন্যায়ের সীমানাটা
তাই শিখতে হবে বুঝতে;
না হলে আমরা হারিয়ে যাবো
এবার হবেই তাহা মানতে।


জ্ঞানের সীমানা অনেক দূর
ছুটতে হবে জোরে
নইলে হোথায় পৌঁছানো কঠিন
মরবে ধুকে ঘোরে।


এই বাঙালিরা ব্যবসায়ী নয়
পয়সাটা নয় বড়;
বিচার বুদ্ধি খাটিয়ে তাঁরা
জ্ঞান করেছে জড়ো।


ওই অতীতে তাইতো বলতো
আজ বাঙালি যাহা ভাবে;
ওই অবশিষ্ট ভারতের ভাবনা
হয়তো অনেক পরে হবে।


তাই বাঙালি আমরা বলি
যেওনা ভুলে ওরে;
চিৎ চেতনায় প্রদীপ জ্বেলে
রাখো তাহা ধরে।


টাটা, বিড়লা পারে নাই হতে
এই বাঙালি তাই;
মানুষের মত মানুষ হতে
বাঙালির বাঁধা নাই।


৫ই আশ্বিন '১৪২৯,
ইং ২২/০৯/২০২২'
বৃহস্পতিবার বিকেল ৫:৩০। ১৮০৪, ২৩/০৯/২০২২।