ভাবো না একবার নীরবে বসে,
তুমি কবিগুরু, স্যার আইজ্যাক নিউটন,
তুমি সত্যেন বোস, তুমি আইনস্টাইন,
তুমি নেতাজি, মহাত্মা গান্ধী, লেনিন,
তুমি হিটলার, তুমি চেঙ্গিশ তুমি মোগল তুমি পাঠান,
বাবর, হুমায়ুন থেকে হয়েছ শাজাহান।
তুমি যীশু, তুমি মোহাম্মদ, তুমি কৃষ্ণদ্বৈপায়ন,
তুমি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, বাসুদেব নন্দন,
শক্তি-সামর্থ্য বিদ্যা বুদ্ধি সবই তোমার করোতলে,
সময় এলে তবু তোমায় যে বন্ধু, যেতে হবে  চলে।
শূন্যেই শুরু শূন্যেই শেষ, তবু এত দম্ভ কেন?
চক্ষু বুজলে সবই শূন্য, তুমি সে কথা কি জান?
ধর্ম বর্ণের বিভেদ এনে কেন করো এত হানাহানি,
তুমি, আমি, আমরা সবাই জন্ম আর মৃত্যু জানি।
দুদিনের আসর, দুদিনের বাসর, সবই তো ভেঙে যাবে,
চিরদিন কেউ থাকেনি ধরায় তুমি ছাড়া সবই পড়ে রবে।
বসনভূষণ সবই উপনয়ন বুঝতে পারো না সব?
চারিদিকে দেখো জন্ম মৃত্যু আর শোনো সকরুণ কলরব।
যতদিন আছো, যতদিন বাঁচো, থাকো মানুষের বন্ধু হয়ে,
শেষ যাত্রায় সবাই তোমায় নিয়ে যাবে কাঁধে বয়ে।
যদি বাঁচো তুমি হিংসা-দ্বেষে কেহ আসবেনা কাছে,
শেষ যাত্রায় একা পড়ে রবে শকুনে খুবলে খাবে।


তাই বলি ভাই আর দ্বিধা নয়,
                 ভাবো শেষের দিনের কথা,
চেতনা দিয়ে একবার ভাবো
                 ঐ অসহায় মানুষের ব্যথা।


২১ শে আষাঢ়, ১৪২৭,
ইং ০৬/০৭/২০২০,
সোমবার সকাল ৯টা।  ১০৬০, ০৮/০৭/২০২০।