এই জগতে আমরা এলাম
বলতো কিসের জন্য?
ক্ষণিক তরে আনন্দ ভোগ
না আরো কিছু অন্য?


অবাক করে সবাক মেলা
কোন্ গুরুত্ব আছে?
না আলোচনা বা অন্য কিছু
সবাই শুধু নাচে।


কলের পুতুল আমরা সবাই
শুধুই কলকলিয়ে যাই;
দিনের শেষে বুঝতে পারি
পকেটে কিছুই নাই।


এমন মিলন নাইবা হলো
কি হবে আর তাতে?
ওই পথে-ঘাটে শক্তি ক্ষয়
ভাবি নিজের মতে।


হলে আদর্শগত কিছু কথা
প্রশ্ন জাগবে মনে;
মিলতে পারে প্রাণের শক্তি
অমূল্য সেই ধনে।


ভাবো সবাই কিছু ভাবো
সময় চলে যায়;
কালের খেলা কালের গতি
কালের পথে ধায়।


৩রা মাঘ, ১৪২৯,
ইং ১৯/০১/২০২৩,
বুধবার রাত ১৯:৪৩। ১৮৯৯, ২৬/০১/২০২৩।