ভাবুকের ভাবনা, শ্রমিকের শ্রম,
দুইয়ে মিলে হয় সৃষ্টি অনুপম।


ভাবুক ভাবিছে বসে –
খুজিছে আঁধারে দিশে,
      যদি আলো পাওয়া যায়;
শ্রমিক তাঁর শক্তি নিয়া,
কর্ম করে প্রাণ দিয়া,
      তবু থাকে ব্যর্থতার দায়।


প্রয়োগ বিধি সঠিক হলে,
দক্ষ শ্রমিক তাঁকে বলে,
     কর্ম সৌধ গড়ে ওঠে তায়।


আনো তুলে সব কিছু,
ভালো যাহা আছে পিছু,
   সম্মুখে রাখিতে হবে সাঁজায়ে।


তাহা দেখে যদি কেউ,
সৃষ্টির সাগরে তোলে ঢেউ,
   সুরের মূর্চ্ছানা যাবে ছড়ায়ে।
   ভাবুক শ্রমিক দুইয়ে এক হয়ে।।  


১৮ই জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ০২/০৬/২০১৮,
শনিবার, সকাল ৮.৩০ মিঃ। ৫০১ তাং ১৫/০৬/১৮।