মায়ের বুকে আঁচড় কাটলে রক্ত ঝরে,
সাদা-কালোয় বিভেদ করে সন্তান মরে।
জন্মের পর মৃত্যু আসে এমনি ই ওরে,
তবে কেন মারবি, মরবি, ঝগড়া করে?


দেখ চেয়ে ওই একই সূর্য আলো দেয়,
সবাইকে ওই নীল আকাশের ছত্রছায়ায়।
একই হাওয়া বইছে ওরে ধরার পরে,
দেখছি মোরা জলের ধারা জগৎজুড়ে।


তবে কেন ক্ষুদ্র ভাবনা আনছিস বয়ে
ধর্ম, বর্ণ, জাত-পাতে, বিভেদ টেনে?
জন্মের পরে খেলি মোরা ধরার বুকে,
ঐ ধরাই টানে মৃত্যুর পরে সন্তানেরে।


তবে আর ভাইয়ে ভাইয়ে বিভেদ কেন
ক্ষণস্থায়ী অর্থ-সম্পদ আর গায়ের রঙে?
এবার আয় না সবাই একবার দেখাই,
সাদা-কালোয় বর্ণ বিভেদ আমাদের নাই।


৩০ শে জৈষ্ঠ্য, ১৪২৭,
ইং  ১৩/০৬/২০২০,
শনিবার বেলা ১১:৫৩।  ১০৪৭, ২৪/০৬/২০২০।