পরকে খাইয়ে যে আনন্দ
নিজে খেয়ে নয়;
ভালোবাসার এ কেমন রূপ,
হৃদয় করে জয়।


পরকে দেখে শিখতে গেলে,
বৃহৎ মন চাই;
গুরুর কাছে শিখতে গিয়ে,
মনটা হবে তাই।


পাখি উড়ে নীল আকাশে,
আনন্দেতে যেমন;
শিখতে গেলে ভালো কিছু,
মনটা রাখ তেমন।


তবেই দেখবে সহজ হবে,
পাবে অন্ধকারে আলো;
জীবন পথে চলতে গেলে
এটাই হবে ভালো।


শেখার শুরু নিজের ঘরে,
মা-বাবার কাছে;
শেষ হবে গুরুর কাছে,
ক্রমে ধাপে ধাপে।


কে যে কখন গুরু হবে,
বোঝা বড় দায়;
দেখ ছোট-বড় কত গুরু,
ডানে এবং বায়।


ভালো মন্দের বিচার বোধ,
থাকতে হবে মনে;
তবেই তুমি মহান হবে,
চেতন চিত্তের ধনে।


২৬ শে জৈষ্ঠ্য, ১৪২৮,
ইং ১০/০৬/২০২১
বৃহস্পতিবার বেলা ৩:১৪। ১৩৪৫, ১১/০৬/২০২১।