ভালোই ভালো যদি-
               ভাল বলি তারে;
ভালো এসে মোরে,
             নেয় আপন করে।


সুখের বাসনা মনের যাতনা,
বিবেক সবার জাগাতে পারে।


দুঃখীর দুঃখ সেইতো সখ্য
আঁধারের পরে আলোই মুখ্য।


মন্দ গন্ধে, ছন্দ ছাড়া,
                  মুখ লুকায়ে রাখে;
ব্যথায় ব্যথা জাগে আগে,
               আপন প্রাণে মেখে।


মন্দ ছেড়ে ভালো আসে
                      যদি ভালো চাই;
কে দেবে সেই চেতনা,
                  যদি হাত না বাড়াই।


১৫ই কার্তিক, ১৪২৬,
ইং  ০২/১১/২০১৯,
শনিবার, সকাল ৮টা। ৮৪৭, ইং ২৬/১১/২০১৯।