সত্যের পথে সাধক চলে,
                             সত্যই তাঁর মূলধন;
কবির কবিতা আর কিছু নয়,
                             একটা সুন্দর মনন।


কৃষকের ঘরে যাহা আছে,
                                  অন্যের ঘরে নাই;
ঘোর বিপাকে কৃষকের ঘরে,
                                মানবতাই শুধু পাই।  


ভালোই বুঝবো ভালোই খুঁজবো,
                               ঐ মন্দের পাশাপাশি,
বৃহত্তরের স্বার্থে, বিশ্বের পরমার্থে,
                               মিলিবে সবাই আসি।


জননী আর জন্মভূমির ঋণটা
                          আজ করবো মোরা শোধ;
সত্যর ভালো ছড়িয়ে পড়ুক,
                            কে করবে মোদের রোধ?


১০ই অগ্রহায়ণ, ১৪২৬,
ইং তারিখ ২৭/১১/২০১৯,
বুধবার, বিকেল ৪টা। ৯০০, ২৯/০১/২০২০।