শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা
           এই জগতে কম;
ভালোর জন্য ভাবে তারা,
           রাখে তারা দম।


এই সংখ্যালঘু কষ্টে থাকে,
        সংখ্যাগুরুর চাপে;
সম্মুখে তারা এগিয়ে চলে,
        প্রতি ধাপে ধাপে।


দুঃখ-কষ্টে শেখে তারা,
        নিজের জীবন দিয়ে;
ওই অন্ধকারে আলো খোঁজে,
         চেতন মানুষ নিয়ে।


আর সংখ্যাগুরু ভীষণ ভীরু,
        সাহস ওদের কম;
আঘাত লাগলে যায় পালিয়ে,
          নাই যে ওদের দম।


দেখো সংখ্যালঘু জীবন তরু,
        সবার ভালো চায়;
ওই সংখ্যাগুরুর ভাবনা সরু,
         ধ্বংসের পথে ধায়।


এই জগতে ভালোর ভাবনা,
       শুধুই সংখ্যালঘুই ভাবে;
আর সংখ্যাগুরু ভোগ করবে,
         যেথায় যাহা পাবে।


এই সমাজে বুদ্ধিজীবী, চিন্তাবিদ,
            ওই সংখ্যাগুরুর ভয়;
তাঁদেরকে খুন করে, জেলে পুরে,
              ওরা নিশ্চিত হয়।


বুদ্ধির কাছে নির্বুদ্ধির পরাজয়,
                হতেই হবে তাই;
কঠিন অন্ধকারকে ধ্বংস করতে,
               আলোর দিশা চাই।


ওই সংখ্যালঘুই আনবে বয়ে
         আলোর দিশা হেথা;
মুক্তি পাবে জগতের মানুষ
            ভয় পেয়ো না বৃথা।


১২ ই শ্রাবণ, ১৪২৭,
ইং ২৮/০৭/২০২০,
মঙ্গলবার সকাল ৮:৪৮। ১০৮৩, ৩০/০৭/২০২০।