ভাবনা ভাবি আপন মনে,
            নিজের প্রানে সুরের তানে;
কুল কিনারা কিছুই না পাই,
               অশ্রুত সেই গানে গানে।


ক্ষণিক তরে তোমায় দেখা,
জীবন পথে একা একা;
              আঁধার ঘেরা বনের মাঝে;
ইচ্ছা ছিল আলো জ্বেলে,
দেখবো তোমায় প্রাণ ভরে,
               অস্ত বেলায় অরূপ সাজে।


রাতের পরে রাত আসে,
                  আবার দিনের পরে দিন;
মনো বীণা হৃদয় মাঝে,
                 শুধুই বাজায় তোমার বিন।
                
কি শাপ তুমি দিলে আমায়,
জগত পথে চলার বেলায়,
                 আমি চোখের জলে ভাসি;
সেই অভিমানী মনটা আমার,
আশিস মাগে শুধুই তোমার,
             শক্তি দাও তুমি হেথায় আসি।


সেই আশাতেই বসে থাকা,
হোক সময় পথ যতই বাঁকা,
              আমার এ পথ মিলবে তোমার সাথে;
হাল ছাড়িনি অতীত দেখে,
চলতে পথে জীবন শেখে,
              একদিন যাবে মিশে ঐ আলোর রথে।


২২ শে পৌষ, ১৪২৫,
ইং ০৭/০১/২০১৯,
সোমবার, সকাল ৭টা।