ভাবনা যখন এলোমেলো,
                   পশুরা খায় দই খই;
মানুষরা দেয় ঘাসে মুখ,
                  গরুরচোনা ওষুধ ঐ।


নরবলি হয় মুক্তির পথ,
                       যুগের ধর্ম বলে;
সন্ন্যাসী হয় গৃহের কর্তা,
                  রাজা হওয়ার ছলে।


অসীমকে তাই সসীম করে,
              জ্ঞান-বুদ্ধির অগোচরে;
খোলা আকাশ বন্ধ করে,
            অজ্ঞানতার সেই বিচারে।


মানুষ যদি অমানুষ হয়,
              ধ্বংস আসে তাড়াতাড়ি;
দর্শন হারিয়ে যাবে অদর্শনে,
      এটাই বিবেকহীনের বাড়াবাড়ি।


২০ শে শ্রাবণ, ১৪২৬,
ইং ০৬/০৮/২০১৯,
মঙ্গলবার, বেলা ৯:৫৭। ৭৪৯, তাং  ০৭/০৮/২০১৯।