দেহের দ্বার খুলবো না আর,
                  করোনা ঢুকবে এসে;
ডুবোজাহাজ সম এ দেহ মম,
                  খুলবো উঠিলে ভেসে।


আঁধারের ছল ওই সমুদ্রতল,
                হবেই উঠতে আলোতে;
এ মনের জোর হবেই ভোর,
              নব সূর্যালোকের দীপ্তিতে।


রাখবো বন্ধ, ওরে স্কন্ধ,
                     দেব না ঢুকতে দেহে;
ঘরেতে থাকব, লড়াই লড়ব,
                 ভুলবো না কোন মোহে।


নিজের লড়াই, দশের লড়াই,
                      লড়াই আমার দেশের;
ভাবতে হবে, জিততে হবে,
                      ভয় আমাদের কিসের?


৯ ই বৈশাখ,১৪২৭,
ইং ২২/০৪/২০২০,
বুধবার রাত ১:১৫। ৯৯৩, ০১/০৫/২০২০।