ভুল ও শেখায় গুরুর মত,
যদি বুঝতে পারো তারে;
প্রতি ভুলই দেখায় দিশা,
আনে চিত্তে চেতন ওরে।


অন্ধ গুহার ভয় কেটে যায়,
চেতনার আলো এলে;
মনি মুক্তা সব দেখা যায়,
মুক্তির স্বাদ মেলে।


চেতনায় মুক্তি, জ্ঞানে মুক্তি,
মুক্তি নীল আকাশে;
এই জগতে থাকবেনা ভয়,
দিল খোলা বাতাসে।


ভুলেরা সব এসে দাঁড়ায়,
নতুন ভুলের কাছে
অন্ধকারে আলোর দিশা,
তারাই নিয়ে আসে।


১০ই আষাঢ়, ১৪২৬,
ইং ২৬/০৬/২০১৯,
বুধবার, সকাল ৯টা।