ভুতের দেশে বাস করি ভাই,
                   ভুতের সাথে খেলা;
ভূত ছাড়া কি থাকতে পারি,
                কেমনে কাটবে বেলা?


ভূত চেপেছে মাথায় মোদের,
                 তাই অন্ধকারে বসি;
আমরা ভুতের সাথে কথা বলি,
                     মোরা হাসি কাঁদি।


ভূতের নাতি ভূতের পুতি,
                    ভুতের ছড়া-ছড়ি;
রামের নামে কাটবেনা ভয়,
                   থাকি ভূতের বাড়ি।


ভুতের ছেলে ভুতের মেয়ে,
                     ভুতের কথা কয়;
ঘাড় ধরে মটকে দেবে,
                দেখায় মোদের ভয়।


চুপটি করে তাইতো থাকা,
   ভাঙুক ঘাড় ভাঙুক কটা,
              আমি দূরে আছি তাই;
যাদের যাবে তাদের যাবে,
এমনি ভাবেই ভাবনা ভাবে,
           তবেই কি বাঁচবো সবাই?


৯ই কার্তিক, ১৪২৬,
ইং ২৭/১০/২০১৯,
রবিবার, বেলা ৩ টা। ৮২৩, ০২/১১/২০১৯।