ভূত চতুর্দশী দেশজুড়ে চলছে দিকে দিকে,
আজ ভুতের নাচন দেখছি মোরা চতুর্দিকে।
চৌদ্দ বাতি, চৌদ্দ শাক, পারবে কি, আর বাঁচাতে?
দেশের এই শাসক-শোষক দেখি যে হাড় হাভাতে।
বিশ্বজুড়ে করোনা যে শিখিয়ে দিল,
হাড় হাভাতে শাসক-শোষক বুঝলো নাকো।
নতুন পথে জনগণের নতুন কিছু করতে হবে,
তা না হলে দেশের মানুষ বাঁচবে না যে।
মানুষ যখন ওই করোনাতে কর্মচ্যুত, গৃহবন্ধী,
স্বার্থন্বেষীরা চুপি চুপি ব্যক্তিস্বার্থে করছে সন্ধি।
জনগণের সম্পদ যাহা- দিল সব বিক্রি করে,
ব্যক্তিস্বার্থে দলের স্বার্থে গায়ের জোরে।
থেকোনা কেউ ঘুমিয়ে আরে ঘুমের সেই ওষুধ খেয়ে,
ঐ দেখ বিপদ বুঝি হাসছে ছুটে, মোদের পানে ধেয়ে।
সময় থাকতে জেগে ওঠো তোমরা আর ঘুমিয়ো নাকো,
সবার স্বার্থে শত্রুর সাথে লড়তে হবে আর এ লড়াই জিততে হবে।


২৭ শে কার্তিক,১৪২৭
ইং ১৩/১১/২০২০,
শুক্রবার বিকেল ৪:৪৫। ১১৮৯,  ১৪/১১/২০২০।