দেখিলাম ভূবন ভুলানো রূপ,
     তুলনা তাঁর নাই;
সবুজ ঘেরা পর্বতমালা ছোট্ট দেশ,
     ভূটান যে তাই।


রাজ্য-পাট রাজা যেন-
        বাড়ীর হৃদয়ের কর্তা;
শান্তির আবহে কঠিন জীবন,
         শুনালো সেই বার্তা।


পাহাড়ের কোল ঘেঁসে,
        ঐ আঁকা বাঁকা রাস্তা;
নাই ট্রাফিক, নাই তোলাবাজি,
        রাস্তায় চলা বড় সস্তা।


হর্ন কেহ নাহি দেয়,
      নাই কোন ভো-ভো শব্দ;
হেথা অসুস্থ মানুষেরা,
       শব্দে হয় না তো জব্দ।


শিক্ষার সব দায় রাজা-
       তাঁর নিজ হাতে নিয়েছে;
এমন রাজতন্ত্র এই বিশ্বে,
      কে কোথায় কবে দেখেছে।


সবাই তাঁদের কর্মে ব্যস্ত,
            হাসি খুশি মুখটা;
এমন রাজার প্রজা হয়ে,
            ভরে ওঠে বুকটা।


গনতান্ত্রিক চেতনাও –
         রাজ ভাবনায় মিশেছে;
জন-প্রতিনিধি তাই-
          রাজার সাথে রয়েছে।


সমাজতন্ত্র, গণতন্ত্র-
            সবাই তো পড়েছে;
এমন সুখের রাজতন্র,
          কে কোথায় পেয়েছে?


পোশাকে আশাকে হোথা,
              সব একাকার;
রাজা যে পোষাক পড়ে,
             প্রজাও যে তাঁর।


রাজবাড়ী চারি পাশে,
              ধান চাষ হয়;
এমন রাজবাড়ী দেখে,
           সত্যিই চক্ষু জুড়ায়।


রাজা-প্রজার বাড়ী ঘরে,
             নাই কোন ভেদ;
যেমন রাজা তেমন প্রজা,
           তাই ভূটানের বেদ।


কি দেখিলাম? কি শুনিলাম?
          ভাবতে অবাক লাগে;
এমন একটা দেশের ভাবনা,
           স্বপনে হৃদয়ে জাগে।


২৮শে আশ্বিন, ১৪২৪,
ইং ১৫/০১০/২০১৭,
রবিবার,সকাল ১১টা।