লাগে কঠিন ধরণী, মানব সরণি,
মানুষ বিবেক হারা, দুঃখের পরানি।
খুন আর অত্যাচার, নিয়েছে যে ভার,
পাপে পূর্ণ পাপাত্মারা, অর্থতে নির্ভর।
অর্থকরী বড় তার, মান, হুস, ছোট,
এমন দুঃখের কথা, নাই আর দুটো।
বিবেকের বিষ জ্বালা, বুঝি দূর হলো,
পশুর পশুত্ব বুঝি, সবে ফিরে পেল।


এদেশের অর্থনীতি, মাটিতে লুটায়,
সাম্যবাদ, ধণতন্ত্র, ব্যক্তিস্বার্থে ধায়।
যেখানে যতটা পাও, নিজ করে লও,
মরে মরুক অন্যরা, কেন দুঃখ পাও?
সবাই আপন ছিল, দূর করে দিলে,
ঘরে এসে একা বসে, ভাব কীবা পেলে?


২৪ শেষ ভাদ্র ১৪২৭,
ইং ১০/০৯/২০২০,
বৃহস্পতিবার সকাল ৬:৪৫।  ১১২৯,  ১৪/০৯/২০২০।