ধর্ম, বর্ণ, আর জাতিভেদ,
       দুর্বল করে দেশ;
ব্যক্তিস্বার্থ ক্ষমতার লোভ,
       কোথায় তার শেষ?


ধন-সম্পদে সুখ আসে না,
       চেয়ে দেখো চারিপাশ;
গরিবরা ঐ ফসল ফলায়,
      আর ফেলে দীর্ঘশ্বাস।


ধনীরা সব চুষে খায়,
    মিষ্টি মধু যত;
মাথার ঘাম পায়ে ফেলে,
    গরিবরা সৃষ্টিতেই রত।


বিভেদ যদি না থাকতো,
   স্রষ্টারা কি দুঃখ পেত?
সবাইকেই থাকতে হতো,
     সৃষ্টিতে নিয়োজিত।


সৃষ্টিতে যে কত সুখ জানলে-
     বিভেদ যেত ঘুচে;
জগতের ধর্ম, বর্ণ, জাতিভেদ,
      সবই যেত মুছে।


২৯ শেষ আষাঢ়, ১৪২৭,
ইং ১৪/০৭/২০২০,
মঙ্গলবার রাত ১১:৩৭। ১০৬৯,  ১৬/০৭/২০২০।