জানিনা কোথায় যায়,
জানিনা কোথায় রয়,
  ওই মোহময় বিদেহী আত্মা;
পাইনা তাঁহার খোঁজ,
খুঁজেছি কত রোজ,
     মেলেনি তাঁর কোন সত্তা।


তবুও বাঁধা কেন?
শক্ত শিকলে হেন,
        ছিঁড়িতে পারি না মোরা;
অশ্রু ঝরে হেথা,
হৃদয়ের কত কথা,
      পারিনা তো দিতে জোড়া।


জীবন-মৃত্যুর কথা,
সকলই হলো বৃথা,
    আজ আবেগে হৃদয় কাঁদে;
আমরাও যাব চলে,
জীবনের কথা বলে,
        হয়তো দু-চারদিন বাদে।


যে যেথায় যাক,
চিরসুখে তারা থাক,
          এই প্রাণের কামনা তাই;
ক্ষনিকের আসা-যাওয়া,
এটাই অনেক পাওয়া,
              সান্তনা মনে তবু নাই।


সব আলো পর্যায়ক্রমে,
মিলিয়ে যায় অন্ধকারে,
              ওই সেই দিনের মতো;
আমরা সবাই ভাবি,
এইতো জীবনের ছবি,
              থাকে বুকে দুঃখ কত।


মোহ মায়া ভালোবাসা,
বুকে থাকে কত আশা
                  তবুও তো যেতে হয়;
আপন পর সব ছেড়ে
নিজেকে উজাড় করে,
                    শুধু স্মৃতি পড়ে রয়।


২৭ শে আষাঢ়,১৪২৮,
ইং ১২/০৭/২০২১,
সোমবার সকাল ১০:০৯। ১৩৭৬, ১২/০৭/২০২১।