মনে করতে চাই -
বিগত শতাব্দীর কথা,
কত জল বয়ে গেছে
            ধীরে ধীরে সমুদ্রের পানে;
পাহাড় থেকে শুরু করে,
তরাই উতরাই পেরিয়ে,
              সমতলের উচ্ছল গানে।


ওই চৌদ্দশ সালে শুরু,
মনে পড়ে তুমি কবিগুরু,
                    তোমার বসন্ত গান,
                     হৃদয়ের সেই তান,
পাঠিয়েছিলে আমাদের তরে,
কি দেখলাম চৌদ্দশ সালের
              ওই শেষদিনের ভোরে?


বুকফাটা ক্রন্দন ঝরে পড়ে আজও,
হারায়ে ফেলেছি সব, সাথে ঐ লাজও।
             জাপানের হিরোশিমা, নাগাসাকি,
              আফ্রিকা ইরাক নাই কিছু বাকী।
দেখি পৃথিবীময় শুধুই হানাহানি,
আর ওই ধর্ম জাতের ভাগাভাগি।


মানুষের মানবতা, মনুষ্য বোধ,
                  বুঝি আজ নিঃশেষ হয়ে যায়;
মা-বাবা হারা শিশুদের বুকফাটা ক্রন্দন,
চারিদিকে মা, বোন, শিশু, কন্যার ধর্ষণ,
        নাই কেউ, কে নেবে আজ তার দায়?


ইতিহাস - অমর "একুশে ফেব্রুয়ারি",
ঝড়-বৃষ্টি কত বাধা, মানে নাই তাঁরা,
                       মায়ের ভাষায় কথা বলা,
বুক পেতে বুলেটে ঝাঁজরা হওয়া
শহীদ মিনার ঘিরে শ্মশানের নীরবতা,
         অশ্রু ঝরা- ফুল মালায় পূজা করা।


ভিয়েতনাম কম্বোডিয়া আর কিউবার
                                    আশা ভরা ছবি,
পেলাম না কিছুই মোরা এই
চৌদ্দশ সালের শেষ দিনে ওগো কবি।


যুদ্ধাস্ত্র, মারণ রোগ, মোরা করি ভোগ,
             অশ্রু ঝরে ঘরে ঘরে;
তবু ভাবি মোরা অনন্য এই ধরা,
তোমার বসন্তগান আর পাখির কলতান,
              নাই নাই বেশি দূরে।


ক্ষুদিরাম, মাস্টার দা, বিনয়, বাদল, দীনেশ,
আরো কত নাম হয়ে গেছে শেষ,
উজ্জ্বল তারা হয়ে ওরা আছে বেশ।
তাই বসে ভাবি আজ, আসিবে বসন্ত,
আসিবে আনন্দ বয়ে নিয়ে
নব যৌবনের আলোর ছোঁয়ায়,
মুছে যাবে তমসার রেশ;
সেই ভেবে আছি মোরা বেশ!


১১ই শ্রাবণ, ১৪২৬,
ইং ২৮/০৭/২০১৯,
রবিবার ভোর ৭টা। ৭৪৩, ২৯/০৭/২০১৯