ওই বিকল্পের কল্পনা, মুখে মুখে জল্পনা,
বুঝি সত্যের কাছাকাছি, হলেই আমরা বাঁচি;
কেটে গিয়ে এই রাত, মিটিবে কি সেই সাধ?
ভাবো সবাই চুপি চুপি, না হলে পাঠাবে রাঁচি।


কঠিন এই সময়কাল, দেখে নাও হালচাল,
একা একা হবে না, ওই দূর করতে যাতনা;
সঙ্গবদ্ধ হবে হতে, দিনে কিংবা ওই রাতে
দৃঢ় মনে ভাবো না, আর কেউ কেঁদো না।


দুর্বলের তাই শক্তি, যদি থাকে প্রাণে ভক্তি
যাবে কেটে এই রাত, মিলেমিশে একসাথ;
প্রাণের তপ্ত হাওয়া একই সুরে গান গাওয়া
এটাই সত্যের সাধ, যাবে কেটে আঁধার রাত।


সময় যে আর নাই, ঽও প্রস্তুত সবে তাই
হাওয়া দাও সুপ্ত আগুনে পোড়াতে বেগুনে;
দৃঢ় চিত্তে দৃঢ় মনে, হবে লড়তে এই রণে,
নিতে আশ্রয় শান্তিবনে গড় ঘর মনোচন্দনে।


১৩ই অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ৩০\১১\২০২২,
বুধবার সকাল ৮:৫৪। ১৮৪৬, ০৪/১২/২০২২।