ওই কবির ভাষায় কবিতা
যদি সত্যিই হয় সবিতা
হবে উদ্ভাসিত আলোর ছটায়;
পথ দেখাবে জগতটাকে
আলোয় ভরবে দিকে দিকে
তবেই লেখনী বিপ্লব ঘটায়।


রং তুলির ভাবনায় যারা
হৃদয় তাঁদের ছন্দে ভরা
জগৎটাকে আপন করে ভাবে;
কোথায় মিলবে এমন মানুষ
থাকবে যাদের মান আর হুশ
কবে সেই মানুষের আবির্ভাব হবে?


ওই অপেক্ষাতে আমরা সবাই
বিশ্ব কবিতা দিবসে মনে সেটাই
হবে ফুল মালায় বরণীয়;
কীর্তি গাঁথায় ভরা রবে
ধন্য হব আমরা সবে
থাকবে ইতিহাসে হয়ে চিরস্মরণীয়।


৬ ই চৈত্র, ১৪২৯,
ইং  ২১/০৩/২০২৩
মঙ্গলবার সকাল ৯:০৮।
প্রভাতী শুভেচ্ছা রইল। ১৯৫৩, ২২/০৩/২০২৩।