আঁধারে আলো খুঁজেছে জীবনভর,
  মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব ভাবনায় ছিল তাঁর;
একই সুতায় বাঁধা নাম-
স্টিফেন হকিং, মহাবিস্ফোরণ, ও কৃষ্ণগহ্বর।


অন্ধকারে দেখায়েছে পথ,
              আলোর বর্তিকা ধরে;
হারমানেনি অসুস্থতার কাছে,
               নিবিড় সাধনা করে।


মানুষের আত্ম, মানুষের বন্ধু,
               মানুষের পথের দিশা;
ছিল মুক্তমনা স্টিফেন হকিং,
            জগতের মঙ্গল ছিল নেশা।


চলে গেল ছেড়ে, প্রিয় জগতটারে,
            আলোয় আলোকিত করে;
পথ হারানোর থাকিবেনা ভয়,
        রেখে যাওয়া আদরের বংশধরে।


এই তো জীবন ভালবাসি যারে,
প্রভাতের কিরণ আলো দেয় তাঁরে
          অস্ত বেলায় মিলায় আঁধারে।


এ যেন গ্যালিলিও, আইনষ্টাইনের-
                একান্তই মানস পুত্র;
মহাবিশ্বের এই কঠিন প্রলয়ে,
          মৃত্যুকে করেছে পায়ের ভৃত্য।  


গ্যালিলিওর মৃত্যুদিনে তাঁর জন্ম,
আইনস্টাইনের জন্মদিনে তাঁর মৃত্যু,
অবিস্মরণীয় সেই ৮ই জানুয়ারী,আর ১৪ই মার্চ;  
অসামান্য জীবন, কঠিন প্রতিবন্ধকতা,
হারেনি নিজে, হারতে দেয়নি মানুষকে,
রেখে গেল মণিমুক্তা খচিত একটা সুন্দর পার্স।


২৯শে ফাল্গুন, ১৪২৪,
ইং ১৪/০৩/২০১৮,
বুধবার, সন্ধ্যা ৬.৩০টা   B.K.