ধর্ম আর মতবাদ আমরা বুঝলাম কই।
গরিবের ধন লুটে খায় ভাঁওতাবাজরা ওই।
ধর্মের নামে মিথ্যা বলে সত্যটাকে ছেড়ে,
ভয় দেখিয়ে মানুষের সব নেই ওরা কেড়ে।
তবুও তো পড়ে থাকে সবাই ওদের পায়,
না জেনে না বুঝে হরি, আল্লাহর নাম গায়।
অন্ধকারে ডুবে যাব তাও বুঝি ভালো,
মৌলভী আর গুরুর নামে থাক না যতই কালো।
কালি মেখে অন্ধকারে আছি মোরা ভালো,
অজানাকে বিশ্বাস করে জ্বালাই সবাই আলো।
বিশ্বাসে মিলায় বস্তু ভেবে আগুনে হাত দিলে,
দহন জ্বালা হবে না বুঝি গুরু দক্ষিণা নিলে?
স্বর্গ সুখে বিভোর মোরা তাই মরে বেঁচে যাই,
অথৈ সাগর পাড়ি দেবো যদি তেমন গুরু পাই।
আরে বিদ্যা, ওরে জ্ঞান রইল না তোদের মান?
ধরার মানুষ অন্ধ বিশ্বাসে দিয়ে ওই গেল প্রাণ।


অশরীরী আত্মা আজও আছে মাথার পরে,
আমাদের তাই ভুল বুঝিয়ে নিজের স্বার্থ সারে।
স্বার্থান্বেষী ভাওতাবাজের অভাব জগতে নাই,
মানুষকে ভুল বুঝিয়ে সিংহাসনে গুরু পেল ঠাঁই।
গুরুর কৃপায় সব হারালাম, এখন কোথায় যাই?
দুঃখ নিয়ে মরতে পারলে স্বর্গে পাব ঠাঁই।


২৯ শে কার্তিক,১৪২৭,
ইং  ১৫/১১/২০২০,
রবিবার রাত ১২:৪৬। ১১৯৩, ১৮/১১/২০২০।