বিভেদ কোথায় রক্তের মাঝে,
একই রক্ত বইছে সবার শরীরে।
উঠবে রবি ওই প্রভাতে, অস্ত যাবে সন্ধ্যা সাঁঝে,
বিভেদ কোথায় রক্তের মাঝে।
জন্মের পরে কাটে সময় নানান কাজে,
জীবনে বার্ধক্য আসে ধীরে ধীরে,
বিভেদ কোথায় রক্তের মাঝে?
একই রক্ত বইছে সবার শরীরে।


২ রা শ্রাবন,১৪২৮,
ইং ১৯/০৭/২০২১,
সোমবার বেলা ১০:৩৪। ১৩৮৫, ২২/০৭/২০২১।