বই ছাড়া পথ নাই
ও যে জ্ঞানের ভান্ডার;
জ্ঞানীগুণী থাকে সবার উপর।


অতি ছোট্ট মানব জীবন,
স্বল্প সময় পারেনা ভ্রমিতে নানান পথ,
অভিজ্ঞের অভিজ্ঞ তাই হোক জনমত।


গুণীজনের গুরুগৃহ জ্ঞানের আশ্রম
বই শুধু বই নয় এযে তথ্যভান্ডার,
এমন ধন সম্পদ কোথাও মিলবে না আর।


ওই সত্য তথ্য আশীর্বাদ,
এই দুর্লভ মানব জীবনে,
কোন মূল্যে যায় না শোধা নন্দিত ভুবনে।


সত্যই অভিষ্ঠ হোক সবার জীবনে,
সত্য ছাড়া পথ নাই জীবনের রনে,
কি মূল্য আছে এই অনিত্য পার্থিব ধনে?


১৩ ই মাঘ, ১৪২৬,
ইং  ২৮/০১/২০২০,
মঙ্গলবার বেলা ১:২০। ৯১৫, ১৩/০২/২০২০।