ধ্বংস যখন আসে নেমে,
ছলচাতুরি যায় না থেমে,
দিনে দিনে বেড়েই চলে;
হিংসা দ্বেষে সমাজ ভরে,
দুঃখের বোঝা ঘরে ঘরে,
মুক্তির কথা মানুষ বলে।


মনের আবেগ বেগ পেয়ে যায়,
সুখের আশার কঠিন ছোঁয়ায়,
সেই আগুন ঝরা দিনের শেষে,
আবার শীতল স্রোত এসে মেশে।


দেশের দশের মনের কথা,
সুখের শেষে, দুঃখের ব্যথা,
সেই বিপ্লবেরই আগুন জ্বালে;
সেই ফাগুন হয় আগ্নেয়গিরি,
লাভার স্রোত বয় যে ধীরে,
তাই ধ্বংসের মাঝে মুক্তি মেলে।


মা রক্ত ক্ষয়ে সন্তান পায়,
তাই বুঝি মার থাকে না ভয়,
তারই নাম বিপ্লব কয়;
অত্যাচার আর অত্যাচারী,
মানুষের দুখের বোঝা করছে ভারি,
মানুষ তাই বিপ্লব চায়।


২৩ শে মাঘ, ১৪২৫,
ইং ০৭/0২/২০১৯,
বৃহস্পতিবার, সকাল ৯ টা।   ৬৭৬ তাং ০৮/০২/২০১৯।