জীবনের বৈতরণী ঘাটের ইতিহাস বটে,
অকূল পাথারে জীবনের তরী এমনি করেই ছোটে।
ছুটিতে ছুটিতে কোথা থেকে কোথা যায়,
জীবনের কথা ভাবিনা কখনও হই অবাক বিস্ময়!
জন্ম থেকেই জীবনের পথে ছুটিতে করেছি শুরু,
ছুটিতে ছুটিতে হিয়ার মাঝে প্রাণ করে দুরু দুরু।


অতীতে ও ভাবিনি, বর্তমানে ও ভাবিনি,
                  ভাবিনি কখনো ভবিষ্যতের কথা,
শৈশব-কৈশোর-যৌবন পেরিয়ে বৃদ্ধতে এসে
                      আজ প্রাণে বাজে কত ব্যথা।


          কূলকিনারা দেখি না তো কিছু,
                                  শুধুই ধু ধু সাগর;
           মাথার বোঝা সব ফেলে দিয়ে,
                             খুলে দিয়েছি আগড়।


           যাক ভেসে সব, যাক হারায়ে,
                        ধরিয়া রাখিবো না কিছু;
            মোহ মায়ায় উন্মাদ হয়ে,
                      আর ছুটিবো না পিছুপিছু।


১০ ই ভাদ্র, ১৪২৬,
ইং ২৮/০৮/২০১৯,
বুধবার, বিকেল ৪টা। ৭৬৮, তাং ৩১/০৯/২০১৯।