আমরা বলব কথা বাংলায়,
           লিখব কথা বাংলায়,
প্রাণের মাতৃভাষা রক্ষা করা,
           তাহাই মোদের দায়।


সময় কালে কত রাজা বাদশা
                এই দেশেতে  এলো,
আর তাদের ভাষা জারি করতে
                     কত বিধান দিল।


মায়ের ছেলে দালাল হলো
              বিদেশীরা সাথে নিল;
তাদের বিধান  ধসে গেল,
           রক্তে তাহা লেখা হলো।


শেখানো বুলি কদিন চলে,
          মায়ের ভাষায় কথা বলে;
জাতি ধর্ম নির্বিশেষে অবশেষে,
           মেলে এসে দলে দলে।


মায়ের ভাষা বুকের ভাষা,
        তাতে থাকে অনেক আশা;
ওদের ভাষা জীবন নাশা,
         উল্টে গেছে তাদের পাশা।


বুকের রক্তে বান ডেকেছে,
           পরের ভাষা ভেসে গেছে;
মায়ের ছেলে জয় পেয়েছে,
            মাতৃ ভাষা বেঁচে আছে।


৫ ই ফাল্গুন,১৪২৬,
ইং ১৮/০২/২০২০,
মঙ্গলবার বেলা ৪:২৬। ৯৩৫, ০৪/০৩/২০২০।