যখন আনন্দের সাথে আনন্দ একাত্ম হয়,
হয় দুঃখের সাথে দুঃখ;
আর তখনই ঘটে আত্মায় আত্মায় মিলন,
বলি তাকে বন্ধুত্ব কিংবা শখ্য।


এমনি করেই পরকে আপন করা যায়,
ভালোবাসার তরীখানি ধীরে ধীরে বায়।


আমার হৃদয় তোমার হোক,
তোমার হৃদয় আমার;
জীবন দিয়ে বুঝিয়ে দেবে,
বন্ধু মোরা সবার।


ভাবনায় একাত্ম, মিলনে একাত্ম
একাত্ম জীবন মরণে;
তুমি বন্ধু, তুমি সখা,
রাখিবো চিরদিন স্মরণে।


৫ই কার্তিক, ১৪২৬,
ইং ২৩/১০/২০১৯,
বুধবার সকাল ৮টা। ৮২৮, ০৭/১১/২০১৯।