পুরাতন দিয়ে নতুনের শুরু,
             নতুনকে করে পরিহাস;
ঘুরেফিরে সেই প্রবাহ-ই
               নতুন ও হবে ইতিহাস।


মন্দ ভালোর বিভেদ কোথায়,
                       কে করে বিচার?
বিচারের বাণী কেঁদে মরে,
                আজ তাহা শোধরাবার।


শাসন-শোষণ দেখি ধর্ষণ,
                 দ্রাবিড়, আর্যের দেশে;
পাপ পুণ্য, দুঃখ দন্য,
                  সাগরেই এসে মেশে।


মন্থন বিষে জাগে অবশেষে,
             অশনি সংকেতের দিশে;
সেই মহাপ্রলয়, প্রাণ দোলায়,
                    আসে আপন বেশে।


তাই বিশে হোক বিষক্ষয়,
                এই দুই হাজার বিশে;
বিপদের ওই করাল মূর্তি,
                 পরাজিত হোক শেষে।


১৬ই পৌষ, ১৪২৬,
ইং ০২/০১/২০২০,
বৃহস্পতিবার, সকাল ৭টা। ৮৯৮, ২৮/০১/২০২০।