অজানা এই জীবন পথে চলতে গিয়ে,
         বয়োবৃদ্ধের উপদেষ্টা নিও;
হয়তো সবকিছুই তাদের সঠিক নয়,
         অভিজ্ঞতার সম্মানটুকু দিও।


দেখবে চলার পথে আসান হবে,
        ঝড় ঝঞ্জা আঁধার রাতে;
এমন দিশা আর কেউ দেবে  না,
        পাশেই তারা আছে সাথে।


দাঁড়িয়ে আলোকউজ্জ্বল বর্তমানে,
           নিত্য নতুন ভাবনা ধরে;
মোদের হারিয়ে যাওয়া অতীতটা যে,
         ভবিষ্যতের স্বপ্ন গড়ে।


আমরা সেই পূর্বসূরির ভিতের উপর,
         অট্টালিকার স্বপ্ন দেখি;
তারাই মোদের সত্যিকারের জীবন দর্শন,
      অবাক হয়ে ভাবতে থাকি।


একদিন এই বর্তমানও অতীত হবে,
        সবাই দেখবে চক্ষু মেলে;
হেথা আপন ছাড়া পর কেহ নয়,
       নিজের করে খুঁজতে গেলে।


১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৬,
ইং ৩১/০৫/২০১৯,
শুক্রবার, সকাল ৯টা। ৭0৬ তাং ০২/০৬/২০১৯।