বয়স মানেই কথার কথা নয়,
বয়স মানেই কি মৃত্যুর ভয়?
বয়স মানেই এক থেকে একশত নয়।


বয়স মানেই-
চেতনা, ব্যবহার, আর প্রতিক্রিয়ার ফল,
বয়স মানে-
সুশীতল স্বচ্ছ ওই দীঘির পানীয় জল।


বয়স মানেই-
চুল পাকা, লাঠি ধরা, তিন মাথা নয়,
বয়স মানেই-
ছদ্দবেশী ভাঁওতাবাজের গালগল্পের ভয়।


বয়স মানেই-
অভিজ্ঞতা, নির্ভুলতা, সত্যতা, আর ভাবনার গভীরতা,
বয়স মানেই নয় দৃষ্টিহীনতা, নয় অজ্ঞানতা, নয় চঞ্চলতা।


বয়স মানেই- সবাইকে বট বৃক্ষের মত হওয়া,
বয়স মানেই- সবাইকে শীতল ছায়া দেওয়া।


২৩ শে ভাদ্র,১৪২৬,
ইং ১০/০৯/২০১৯,
মঙ্গলবার সকাল ৭:৩০।৭৭৫, ১১/০৯/২০১৯।