সেই বৈদিক যুগ হতে-
    ব্রহ্মবাদ রয়েছে চির আঁধারে ঢাকা;
তাই দর্শন নির্ভর আজ-
    আমাদের জীবন যেন গাড়ীর চাকা।


পথ খুঁজে পেতে -
         সে যে পথে পথে ঘোরে;
যদি খুঁজে পায়,
       রাখিবে ধরে জীবনের তরে।


আর যেন কেউ পথ না হারায়,
      ব্রহ্মবাদের ঐ গভীর আঁধারে;
যুক্তি, তর্ক, দর্শন এসে, সত্য দাঁড়াক,
      সবার সম্মূখে মাথা উঁচু করে।


না দেখেও যারা বলে দেখেছি ভগবানে,
    বসে তাঁরা অন্ধকার ঘরে;
যুক্ত্-তর্ক মানেনা সেই অন্ধ বিশ্বাসে,
    পার্থক্য- ব্রহ্মবাদ আর দর্শনে।


২৭শে বৈশাখ, ১৪২৫,
ইং ১১/০৫/২০১৮,
শুক্রবার, বেলা ১১ টা ।  ৪৬৯ তাং১২/০৫/১৮ ।