ব্রহ্মবাদ বলে তাই, দর্শনে বিশ্বাস নাই,
সত্যান্বেষী দার্শনিক মুঢ়ো, অন্ধ।
খুঁজে বেড়ায় কালো বিড়াল অন্ধকার ঘরে,
সৃষ্টির আদি থেকে আজও খুঁজে পায় নাই তারে।


সত্যান্বেষী দার্শনিকও ভাবে তাই
ব্রহ্মবাদী সেও অন্ধ খুঁজে বেড়ায় কালো বিড়াল অন্ধকার ঘরে,
সেও পায় নাই আজও খুঁজে তারে, প্রমান সহকারে।
অন্ধকার ঘর থেকে বেরিয়ে এসে ব্রহ্মবাদী মিথ্যা বলে মানুষ রে।
বলে দেখেছি ঈশ্বর ওই অন্ধকার ঘরে।


আজও কেউ পারে নাই দিতে প্রমাণ ওই অজানা ঈশ্বরে,
বিশ্বাস করি মোরা ওই অজানাকে শুধুই মৃত্যু ভয়ে।
অবশ্যই আলোর ধারা বয়ে নিয়ে কেউ আসিবে এই জগত সংসারে,
একদিন দিতে প্রমাণ এই ধরার মানুষেরে।
সেই অপেক্ষায় আছি বসে মোরা,
একদিন হবে প্রমান এই মানুষের দ্বারা।


২৫ শে কার্তিক, ১৪২৫,
ইং ১২/১১/২০১৮,
সোমবার, সকাল, ৭ টা। ৬৩৪ তাং ১৭/১১/২০১৮।