এই দেশ, এই জাতি এই তার পরিণতি
                ভেবে পাই না কুল;
ব্রহ্মবাদ এর মৌলবাদ এনেছে ধরায়,
                ফুটাইছে তার ফুল।


অকম্মা. হোক দেশের মানুষ,
          মরুক নিজেরা লড়াই করে;
শাসক শোষক থাকবে বেঁচে,
          এই সুন্দর বিশ্বজগৎ জুড়ে।


মূর্তি মন্দির আর বারোয়ারি পুজো,
           এটাই দেশের কর্মের বিকল্প;      
দেশের প্রশাসন বুঝে নিয়েছে তাই
            এই হোক ভারতীয় শিল্প।        


দশোভূজা দাঁড়ায়ে সম্মুখে,
             সন্তানদের সাথে লয়ে;
খড়গহস্ত চামুন্ডা মা কালী,
            পূঁজিবে যে সবাই ভয়ে।


চাঁদার জুলুম পাড়ায় পাড়ায়,
                চলিছে রাস্তা-ঘাটে;
না দিলেই বিপদ আসবে নেমে,
               মারধোর বা রক্তপাতে।


তাই বুঝি চারিদিকে বারোয়ারি পুজো
         চাঁদার জুলুমে উঠিছে নাভিশ্বাস;
নিজে না খেয়েও দিতে হবে চাঁদা,
          জনগণ তাই ফেলিছে দীর্ঘশ্বাস।


শিল্প, ব্যবসা বাণিজ্য, কৃষি উৎপাদন,
        হোক ধ্বংস তাতে কি যায়-আসে;
সিংহাসন নিয়ে আছে ওরা বেশ,
      যাক না রসাতলে-দেশের মানুষ ভেসে।


১৭ই কার্তিক, ১৪২৫,
ইং ৪ঠা নভেম্বর ২0১৮,
রবিবার, সকাল দশটা। ৬২৫ তাং ০৪/১১/২০১৮।