আষাঢ়ে অসাড় করে বাজেট,
      মানুষের মন,
মৌলবাদী ধণতন্ত্র, নামে গণতন্ত্র,
        তাহার কারণ।


শান্তির বাদ, ওই সাম্যবাদ,
          শত্রু বলে ভাবে;
জনগণকে শোষণ শাসন ছাড়া,
         ওরা ভেবেছে কবে?


অন্যের সম্পদ ভোগ করে,
         শান্তি ওরা পায়;
দেশের মানুষ মরে মরুক,
       তাতে ওদের কি দায়?


আমরা মানুষ ভালো মন্দ,
       চিনিলাম কোথায়?
প্রতিনিধি নির্বাচনে ভোট দেই,
       ওদের কথায়।


সওয়ে দুঃখ যাতনা,কবে হবে চেতনা?
        সবার স্বার্থে জাগিবে মানুষ;
ত্যাজিয়া ব্যক্তিস্বার্থ বুঝিয়া মর্মার্থ,
        জানিব মোরা নই ফানুস।


২০ শে আষাঢ়, ১৪২৬,
ইং  ০৬/০৭/২০২৯,
শনিবার, বেলা ১২টা।৭২৮ ইং ০৭/০৭/২০১৯।