ছিলাম মায়ের গর্ভে অন্ধকারে,
জন্মনিয়ে আলোয় দেখলাম জননী ধরিত্রীরে।


মায়ের স্নেহে বক্ষসুধায়-
       সবাই বেড়ে উঠলাম ক্রমে ক্রমে;
ধরিত্রীমার ভালবাসায়,
        মোদের হাঁটতে শেখা বক্ষ চুমে।


মায়ের দেওয়া শিক্ষাদীক্ষা,
আর ধরিত্রীমার কাছে মোদের প্রাণ ভিক্ষা।


খাদ্য, বায়ু, পরোমায়ু,
            সব দিয়েছে জন্মভূমি;
দুই মায়ের ভালবাসায়,
          আছি বেঁচে আমি, তুমি।


রক্ত ঘামে শোধব ঋণ,
যদি আসে তেমন দিন।
         ভয় পাবনা আমরা ওরে,
         মায়ের স্মৃতি বক্ষে ধরে।


এই দেহ যে তাঁদেরই দান,
            বুঝবো আমরা কবে?
ব্যক্তিস্বার্থ, লোভ, হিংসা,
             ত্যাগ করবো যবে।


২৪শে চৈত্র, ১৪২৪,
ইং ০৮/০৪/২০১৮,
রবিবার, রাত ৮টা। বি,কে, ৪৪২,