নিজের পায়ে মারলে কুড়াল,
    রক্ত ঝরবে জান কি?
ক্রমে সব রক্তই ঝরে যাবে,
     সে কথাটা মান কি?


কি যে সুখ, কি যে দুখ-
       কিসে ভাল মন্দ;
ব্যক্তি ভাবনায় পাবে না তাই,
       হারাবে সব ছন্দ।


অতীত স্মৃতি আজ অতীত হয়ে,
    চলে গেছে ভাবনার অন্তরালে;
মোদের ভাবনা মোদের চিন্তা,
জড়ায়ে ব্যক্তি স্বার্থের জালে।

বিজ্ঞানের স্মৃষ্টি-সে তো,
         সমষ্টির মঙ্গলের তরে;
সেই বিজ্ঞান আজ ব্যবহৃত
           ব্যক্তি মানুষ করে।


শান্তি কোথায় থাকবে বলো?
           ব্যক্তি পূঁজির কাছে;
অর্থলোভে মানুষ খাটায়-
           তাই ধনতন্ত্র নাচে।


যৌথ শক্তি ভেঙ্গে দিয়ে,
            ক্ষুদ্র শক্তি পেলে;
ধনতন্ত্রের ষোলো আনা-
          ময়ূর পেখম মেলে।


১১ই জ্যৈষ্ঠ, ১৪২৪,
ইং ২৬/০৫/২০১৭,
শুক্রবার, সকাল ১১টা।