ফাগুন শেষে চৈত্র এলো,
শীতের আমেজ ফুরিয়ে গেল।
প্রখর রোদে পুরবে ধরা
তারই নাম চৈত্রের খরা।


সবুজ পুড়ে হবে খাক,
সকল শান্তি চুলোয় যাক।
আসবে নেমে কালবৈশাখী,
ধ্বংসের দুত প্রানের সাকী।


কাঁদবে মানুষ হারানোর ব্যাথায়,
তাতে বিত্তবানের কী আসে যায়?
আর রাজনীতিতে চাপান-উতোর,
ব্যক্তিস্বার্থে, পরমার্থে ছড়ায় আতর।


এমন চৈত্র কেমনে মানি,
মনে প্রাণে শুধুই গ্লানি।
চৈত্র শেষে বৈশাখ আসে,
অমৃত রসে বাঙালি ভাসে।


আম জাম কাঁঠাল আরও,
ফলের রাজা বিশাল তর।
ঝুড়ি ঝুড়ি হাট-বাজারে,
ক্রেতা কিনে থলি ভরে।


বছর শেষের উৎসব-পার্বণ,
গ্রামে গ্রামে মেলার কারণ।
ছোট-বড় মেতে ওঠে,
মেলার মাঠে সবাই জোটে।


ভুলে যায় সব দুঃখ কষ্ট,
অভাব-অনটনে হয়না রুষ্ট।
হাসি গল্পের মিলন মেলা
মহানন্দে কাটে বেলা।


১ লা চৈত্র,১৪২৭,
ইং ১৫/০৩/২০২১,
সোমবার বেলা ১১:১১।  ১৯/০৩/২০২১।