চল পাঁশকুড়াতে আমরা সবাই,
             নতুন ভাবনা দিতে;
মোদের বাঙলা ভাষার উন্নয়নে,
             সঠিক মতটা নিতে।


নানান ভাবনা, নানান মত,
নানান সৃষ্টির সেই যে রথ,
        থামবে ঐ পাশকুড়াতে এসে;
সব ভাবনার মিলন মেলায়,
নতুন পথের সৃষ্টির খেলায়,
     বিভোর হবো ওই খানেতে শেষে।


আছে সঠিক বেঠিক নানান মত,
আমরা ভালবাসি সত্যের পথ,
      সেই পথেই চলবো সবাই মিলে;
মাতৃ ভাষার মান রাখিতে,
ভয় পাবনা জীবন দিতে,
     সবার আসুক সেই চেতনা দিলে।


স্বপ্নে দেখি আলোর পথ,
যাব রেখে নতুন মত,
          মোদের ভবিষ্যতের তঁরে;
আমরা যারা বয়-বৃদ্ধ,
নতুনদের করবো ঋদ্ধ,
         জীবনে স্বার্থক হবে ঘোরা।


ঐ শুভদিনে-
বাঁধবো রাখি সবার হাতে,
প্রাণে প্রাণে মিলিয়ে দিতে,
           মোদের মাতৃ ভাষার টানে;
চেতন চিত্ত উঠুক জাগি,
আত্মায় আত্মায় মিলন মাগি,
          কণ্ঠ সবার উঠুক ভরে গানে।


১৭ই শ্রাবণ, ১৪২৫,
ইং ০৩/০৮/২০১৮,
শুক্রবার, সকাল ১০টা। ৫৪৫ তাং ০৩/০৮/২০১৮।