চাঁদ যে মধুর জীবন পথের ধারা,
চেতন চিত্তে হবো না তা হারা।


একলা রাতে বসে থাকি,
                    চাঁদ তারারা সাথী,
চাঁদের আলো প্রাণ দোলায়,
                    জীবন ওঠে মাতি।


এমন বন্ধু আর পাব না,
                  মোদের চলার পথে;
দিশার আলো ছড়িয়ে দেয়,
               মোদের আঁধার রাতে।


প্রাণের ছোঁয়ায় জীবন জাগে,
                 চিত্তে জাগে ঢেউ;
সৃষ্টি ধারায় মানুষ মাতে,
এমন বন্ধু -
               আর পাব না কেউ।


বাং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৬,
ইং ২২/০৫/২০১৯,
বুধবার, সকাল ৯টা। ৭০২ তাং ২৩/০৫/২০১৯।