চটুল প্রানে, চপল চরণে,
          ছুটিছে মাঠে মাঠে;
চেয়ে দেখেছি চাঁদমুখখানি,
          গাঁয়ের বাটে বাটে।


চন্দ্র তপন চকিত চরণ,
           শুনেছি সুরধ্বনি;
চন্দ্রভাগা চন্দ্রমুখী যেন-
        শোনায় জীবন বানী।


চন্দ্রভাগা চির চঞ্চলা,
           পঞ্চনদের দেশে;
চরণে চরণ মিলায়ে,
        জননী লক্ষ্মীর বেশে,
শতদ্রু,বিপাসা,ইরাবতী,বিতস্তা,
চঞ্চলা চিরস্থায়ী,বন্দিনী পাঞ্জাবে।


২৬শে শ্রাবণ, ১৪২৪,
ইং ১২/০৮/২০১৭,
শনিবার, সকাল ৬টা।