আমায় ঘিরে কত তা্রা,
        শুধুই খেলিছে অবিরাম;  
কেউ উজ্জ্বল, কেউ অনুজ্জ্বল,
         কেউ করে অভিমান।


কেউ আলোয় ভরে,
          কেউ আঁধার করে,
কেউ আপন মনে গানে গানে,
      ভাসায় আমার পরাণ খান।


কেউ আকাশ হয়ে পাখা মেলে,
            ঐ দিগন্তের পানে;
কেউ আবার সমুদ্রের ঢেউ হয়ে,
            ভাসায় কূল বানে।


কেউ কামিনী কাঞ্চন হয়ে,
     বসন্ত রাগে, ভরে সৌরভে;
কেউ ছোট ছোট পায়ে-
       কানে কানে এসে বলে।


চল যাই মোরা দুইজনে,
      যেথায় ফুটিছে ফুল,
             রদ্দুরের রঙে।


হাসি খুশী খেলা ঘর,
ক্রমে ক্রমে হলো পর,  
     কোন কালের গতির টানে;
তারা গুলো যত, উল্কার মত,
        বুঝিল না তার মানে।


আমি একাকী বসে বসে থাকি,
ভাবি জীবনের আর কতটুকু বাকী।
তারা গুলো সব দিয়ে গেল ফাঁকি,
কঠিন সংসারে আমাকে রাখি।


     ২৩শে পৌষ, সোমবার, ১৪২৪,
     ইং ০৮/০১/২০১৮, সকাল ৭.৩০।